মাগুরা শহরের কাঁচা বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার সকাল ১০ টায় মাগুরা শহরের একতা কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা না টানানো, বেশি দামে বিক্রিসহ নানা অনিয়মের অপরাধে দুই দোকানীকে পৃথক পৃথক মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান,লেফটেন্যান্ট মোহাম্মদ শাহরিয়ার হক উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কতৃপক্ষ।