ডেঙ্গু নিয়ে হাসপাতালে দেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৭ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৬৪ জন, দক্ষিণ সিটিতে ১৪৩, ঢাকা বিভাগে ৩৩৮, বরিশালে ৮৯, চট্টগ্রামে ১৮৫, খুলনায় ১৭১, রাজশাহীতে ৩৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ৩৬ ও সিলেটে ৪।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৮ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৩২০ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।