বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সুনামগঞ্জ জেলার আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথ সভা করেছে উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকমী্রা।
সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের রূপ নেয় মিছিলটি। মিছিল শেষে গোবিন্দগঞ্জ পয়েন্টের গোল চত্ত্বর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্টিতfপথ সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক রুহুল আমিন,
উপজেলা বিএনপির নেতা আব্দুল মমিন,আব্দুল হক, আজাদ হুসেন মিটু, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জহির হুসেন, বিএনপি নেতা শামিম আলম নোমান, দিল হুসেন, দিদার আলম, ইমাদ উদ্দিন, জগলু,আব্দুস সাত্তার,উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম আলী রাসেল, ফজর আলী, সায়েম আহমদ,বিএনপি নেতা নজির আহমদ, শাহিনুর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম, জামিল আহমদ, আব্দুল মমিন, আব্দুল খালিক, শাহিন, সিলেট জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের মুহিবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, রাকিক আহমদ, মখবুল হোসেন, ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাহবুব আহমদ, জেলা যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, রিপন, জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ফয়ছল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের ছাব্বির আহমদ, ছায়েদ আহমদ প্রমুখ। সমাবেশ শেষে নেতাকমী,পথচারি,শ্রমিকসহ নানা শ্রেনীর মানুষদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।
বক্তারা বলেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যেন প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। উচ্ছ¡সিত হয়ে উঠেছে নেতাকর্মীরা। মিলনের নেতৃত্বে নতুন করে দল গোছাতে উন্মুক্তভাবে প্রতিটি স্থানে তারা দলীয় কার্যক্রম চানবনিবাচিত জেলা কমিটিতে আহবায়ক হিসাবে সাবেক এমপি মিলনকে মনোনিত করায় বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, তারুন্য অহংকার তারেক রহমান ও বিএনপির মহা সচিব মিজা ফখরুল ইসলাম আলমগীরসহকে অভিনন্দন জানিয়েছেন নেতাকমীরা।