আজ স্থানীয় সময় ভোট ৫টার দিকে ভারমন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ সময় তা ছিল বিকাল ৪টা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে সবগুলো অঙ্গারাজ্যেই ভোট শুরু হয়ে যাবে। নির্বাচনে মূল লড়াই হবে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে। মূলত সুইং স্টেটের ফলই নির্ধারণ করবে কে হবেন বিজয়ী। তাই এই রাজ্যগুলোতে আলাদা করে নজর সবার।
ইতিমধ্যে নির্বাচনে প্রথম ভোটকেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে।নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নশে মাত্র তিনটি করে ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১০ জনেরও কম।
যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা ১০০ জনের কম, সেই কেন্দ্রগুলো চাইলে মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু করতে পারে এবং আগে ফল ঘোষণা করতে পারে। তাই এই এলাকার ভোট আগেই হয়ে যায়। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। প্রথম ভোটকেন্দ্রের ফলেও সেই দৃশ্যই দেখা গেল।