ডোনাল্ড ট্রাম্প বনাম কমলা হ্যারিস। হোয়াইট হাউসের চাবি হাতে পাওয়ার প্রতিযোগিতা আজ । প্রথমজন চার বছর ব্যবধানে আবার মসনদে বসতে মরিয়া। অপরজন প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়ার ব্যাপারে প্রবল আশাবাদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্বাভাবিক ও সঙ্গত কারণেই সজাগ দৃষ্টি সারা বিশ্বের। একভাবে নয়তো অন্যভাবে, এই ভোটের ফল প্রভাব ফেলবে বিশ্বের অর্থনীতি, যুদ্ধনীতি ও অভিবাসনে।
প্রতি চার বছর পরপর নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। সে প্রথা অনুসারে আজ দেশটির ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোটগ্রহণ হচ্ছে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় এই ভোটগ্রহণ শুরু হবে, বুধবার সকাল নাগাদ বেশিরভাগ অংশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। সব কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে বুথ ফেরত জরিপের ফল পাওয়া যাবে। তবে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, সাড়ে সাত কোটির বেশি ভোটার এবার আগাম ভোট দিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, এসব ভোটারের মধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট সমর্থক বেশি এবং কমলাই বেশি আগাম ভোট পেয়েছেন।
কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বেজায় খারাপ করার পর দলীয় দাতা ও নেতাদের অব্যাহত চাপের মুখে জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করে নিলে জুলাইয়ে নির্বাচনী লড়াইয়ে নাম লেখান কমলা। ফলে তিনি মাত্র চার মাসের সময় পেয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৭ সালের ২১ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। রাজনীতিতে নতুন নাম লেখানো এই ধনকুবের রিপাবলিকান দলের টিকিটে ২০১৬ সালের নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরে যান।
এবার ট্রাম্প ও কমলা ছাড়া আরও চার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। নিউইয়র্কের ব্যালটে ইংরেজির পাশাপাশি যে চারটি ভাষা থাকবে, এর একটি বাংলা।