এক টাকা কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।আজ মঙ্গলবার গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর।
গত অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা এবং সেপ্টেম্বরে ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়েছিল।
২০২৩ সালে ৫ দফা দাম কমানোর পর এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে ৭ দফায়। গত বছর জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে দাম কমানো হয়েছিল, আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম বাড়ানো হয়েছিল।