মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। যেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও তার খুব কাছাকাছি রয়েছেন কমলা হ্যারিস। যদিও ফলাফলের শুরুতে ব্যাপক ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প।
বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি, সিএনএন ও ভয়েস অব আমেরিকা।
ফলাফলে দেখা যায়, ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমালা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট। দু’জনের মধ্যে এখন পর্যন্ত ব্যবধান মাত্র ২০ ইলেকটোরাল কলেজ ভোট।
ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, অরিগন, ইলিনয় স্টেটে জয় পেয়ে ব্যবধান কমান কমলা হ্যারিস। এছাড়া আরও অনেকগুলো রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।
যুক্তরাষ্ট্রের যে ছয়টি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেগুলোর তিনটি হল জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়া। এই তিনটি রাজ্যেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, মিশিগানে কমালা হ্যারিসের পাল্লা ভারী। যদিও সেখানে এখন পর্যন্ত ১৯ শতাংশ ভোট গণনা হয়েছে। এছাড়া, অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে আছেন মিজ হ্যারিস।