ভোলায় ৩টি গ্রেনেড ও ১টি দেশীয় অস্ত্রসহ সুজন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৫টা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা এলাকায় যৌথ অভিযানে চালিয়ে সুজন নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ৩টি গ্রেনেড, ১টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটক সন্ত্রাসী দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড। বুধবার সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট রিফাত আহমেদ।