সুন্দরগঞ্জে সাংবাদিকগনের সাথে উপজেলার সার্বিক দিক ও আইনশৃংঙ্খা বিষয় নিয়ে মতবিনিময় করেন সদ্য যোগদান কৃত থানা (ভারঃ)কর্মকর্তা ওসি আব্দু হাকিম আজাদ ও ওসি তদন্ত সেলিম রেজা।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব সুন্দরগঞ্জ থানার হলরুমে অনুষ্টিত মতবিনিময় সভা সাংবাদিক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোশার্রফ হোসেন বুলু সদস্য সচীব একেএম শামছুল হক,যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ,শামীম সরকার শাহিন(সু-দীপ্ত শামীম) মিজানুর রহমান মিজান, সদস্য জয়ন্ত সাহা যতন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজান মিয়া,সৈদার রহমান জাহাঙ্গীর,ঈমান আলী মামুন,ও গ্লোবাল টিভি গাইবান্ধা প্রতিনিধি সাংবাদিক আতিক বাবু,প্রমূৃখ।
উল্লেখ্য যে,সাবেক ওসি ও ওসি তদন্তের বদলী হওয়ায় গত১৫ সেপ্টেম্বর তারিখে ওসি তদন্ত সেলিম রেজা ও ২৩সেপ্টেম্বর তারিখে ওসি আব্দুল হাকিম আজাদ সুন্দরগঞ্জ থানায় যোগদান করেন।