কুমিল্লার হোমনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন করে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, থানার উপ-পরিদর্শক মো. এহছান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. শরাফ উদ্দিন মানিক প্রমুখ।