কুড়িগ্রামের রাজিবপুর ভারত-বাংলা বর্ডার হাট খোলার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজিবপুর শাখা। বৃহস্পতিবার সাড়ে এগারোটার দিকে উপজেলা চত্ত্বরের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে অংশ নেয় বর্ডার হাট সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতা, শ্রমিক, ড্রাইভার, নৌকা চালক, এলাকাবাসী এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজিবপুর শাখার সদস্যরা। বিশ কর্মদিবসের মধ্যে হাট না খুললে ইউএনও অফিস এবং কুড়িগ্রাম ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালনের হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
ভারত-বাংলা বর্ডার হাট তিন মাস যাবৎ বন্ধ থাকায় কর্মহীন বেকার হয়ে দুর্বিসহ দিন কাটাচ্ছে হাট সংশিষ্ট ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় অন্তত ১০ হাজার মানুষ। আয়-রোজগারহীন হয়ে অতি কষ্টে দিন পার করছে তারা। দ্রুত হাটটি খুলে দেয়ার দাবী তাদের।
প্রতিবেশী দেশ ভারতের সাথে ব্যবসায়িক লেনদেন এর জন্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী ব্যাপারী পাড়া এবং ভারতের তুরা জেলার আমপাতি মহুকুমার কালাইয়ের চরের মধ্যবর্তী স্থানে ২০১১ সালের ২৩ জুলাই স্থাপন করা হয় ভারত-বাংলা যৌথ বাজার। শুরুতে না জমলেও ২০১৪ সালের মাঝামাঝি এসে জমে ওঠে হাটটি, প্রসারিত হয় ব্যবসায়িক কার্যক্রম। তখন থেকে কর্মসংস্থানের সুযোগ হয় ক্রেতা-বিক্রেতাসহ কয়েক হাজার স্থানীয় মানুষয়ের।
কোটা আন্দোলনে দেশ যখন উত্তাল তখন প্রশাসনিকভাবে হাট বন্ধ করা হয়। দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলমান থাকলেও, এখনও বন্ধ রয়েছে বর্ডার হাট। কয়েক দফায় মানববন্ধন স্মারকলিপি প্রদানের পরও টনক লড়ছে না প্রশাসনের। অপরদিকে ভারতের হাট কর্তৃপক্ষ ০১ অক্টোবর বর্ডার হাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে চিঠি পাঠিয়েছে গত ২৬ সেপ্টেম্বর। কিন্ত এখনও খোলা হয় নি হাটটি। তাই দ্রুত হাটটি খুলে দেয়ার দাবী সকলের।