ভোলায় নৌ-বাহিনীর উদ্যোগে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোলা-বরিশালের মধ্যবর্তী সীমানার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন আলিমাবাদ ইউনিয়ন সড়ক থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌ-বাহিনীর পক্ষ থেকে সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন যৌথ-বাহিনী। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ-বাহিনীর একটি চৌকস টিম অভিযান চালায় ভোলা-বরিশালের মধ্যবর্তী সীমানার মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়ন সড়ক এলাকায়। এরপর সেখান থেকে জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী হাকিম মাহমুদকে আটক করা হয়। এরপর তার তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে গাজা, দেশীয় বন্দুক (পাইপ গান), ককটেল, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হাকিম দীর্ঘদিন যাবৎ মাদক ও অস্ত্র ব্যবসার পাশাপাশি সমাজে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকের মামলাসহ বহু ধরনের চুরি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে বাংলাদেশ নৌ-বাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত মাদক ব্যবসায়ী হাকিমকে বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌ-বাহিনীর নিয়মিতি টহল ও অভিযান চলমান থাকবে।