আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার সদর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভোরে সদর উপজেলার বিসিক এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ময়নাতদন্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।