৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি করেছে সৈয়দপুর বিএনপি। বৃহস্পতিবার শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের কার্যালয়ে সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ৭ টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) এর আত্মার মাগফিরাত ও দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্বাদু কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়। বিকেল ৪টায় সৈয়দপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী শহরের বাংলা হাইস্কুল মাঠে জড়ো হয়ে বর্ণাঢ্য র্যালি বের করে । ওই রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় গিয়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করে। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সকল প্রোগ্রাম ফোকাস করতে ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনের প্রতিবেকরা উপস্থিত ছিলেন।
সব শেষে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকারের সভাপতিত্বে দলীয় কার্যলয়ের আলোচনা সভায় দলের সিনিয়র সহসভাপতি বিলকিস ইসলাম, সহসভাপতি এডভোকেট ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রসিদুল হক সরকার ,সাধারন সম্পাদক শেখ বাবলু, যুব দলের আহবায়ক তারেক আজিজি,সদস্য সচিব মোঃ গুড্ডু সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।