গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালিয়াকৈর সাহেববাজার বাইপাস এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাপাইর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ পালোয়ান, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহিন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সম্রাট ভূইয়াসহ অনেকে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান বলেন, খালেদা জিয়া, তারেক রহমানের এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে এক সাথে কাজ করতে হবে। বিএনপির ঐক্যকে নষ্ট করার জন্য, দেশে এক শ্রেণির দূসর কাজ করছে। তাদের চিহ্নত করতে হবে এবং দমন করতে হবে।