মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান, আলী আহম্মদ, আখতার হোসেন এর নেতৃত্বে বিশাল র্যালী বের করে মাগুরা জেলা বিএনপি ও অংগ সংঘঠনের নেতা কর্মীরা।
র্যালীটি মাগুরা শহরের নোমনী ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, আলী আহম্মদ, আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ নেতাকর্মীরা। তারা বলেন, জুলাই –আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা ফাসিস্ট মুক্ত হয়েছি।এখন ড. ইউনূস সরকারের কাছে দাবী জানাই, প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মাধমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগনের দাবী পূরণ করেন।
এর আগে শহরের ভায়না মোড়ে বিএনপির অস্থাযী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। তবে এবার ইসলামপুর পাড়া জেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়নি।