নীলফামারী ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সহ-সভাপতি কাওছার আলম বকুল, যুগ্ন সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, মাসুদ বীর আমিন সুমন, যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান উপজেলার নেতৃবৃন্দ।