Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্ৰেপ্তার তিন ব্যবসায়ী

গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার রুপনগর এলাকার আনছের আলীর ছেলে শাহাবুল আলম (৫৩), একই জেলার সুজানগর উপজেলার মনকোলা এলাকার রতন মল্লিকের ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও রাজশাহীর দূর্গাপুর উপজেলার দেবীপুর এলাকার আতাহার আলীর ছেলে জুয়েল রানা  (৩৫) ।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাবুল আলম, সাদ্দাম হোসেন ও জুয়েল রানা দীর্ঘদিন ধরে উপজেলার চন্দ্রা এলাকায় বাসা ভাড়া থাকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গত বুধবার রাতেও উত্তরবঙ্গ থেকে ইয়াবার একটি বড় চালান আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকার অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সন্দেহ হলে একটি প্রইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৩-৮৯৫৯) থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে। ওই গাড়ির ভেতর থেকে শাহাবুল আলম, সাদ্দাম হোসেন ও জুয়েল রানা নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ও নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। পরে গ্ৰেপ্তারকৃত আসামীদের গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ ।

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্ৰেপ্তারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্ৰেপ্তার তিন ব্যবসায়ী

Update Time : ০৪:২১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার রুপনগর এলাকার আনছের আলীর ছেলে শাহাবুল আলম (৫৩), একই জেলার সুজানগর উপজেলার মনকোলা এলাকার রতন মল্লিকের ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও রাজশাহীর দূর্গাপুর উপজেলার দেবীপুর এলাকার আতাহার আলীর ছেলে জুয়েল রানা  (৩৫) ।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাবুল আলম, সাদ্দাম হোসেন ও জুয়েল রানা দীর্ঘদিন ধরে উপজেলার চন্দ্রা এলাকায় বাসা ভাড়া থাকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গত বুধবার রাতেও উত্তরবঙ্গ থেকে ইয়াবার একটি বড় চালান আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকার অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সন্দেহ হলে একটি প্রইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৩-৮৯৫৯) থামানোর সংকেত দেয় পুলিশ। এ সময় গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে। ওই গাড়ির ভেতর থেকে শাহাবুল আলম, সাদ্দাম হোসেন ও জুয়েল রানা নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা ও নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। পরে গ্ৰেপ্তারকৃত আসামীদের গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ ।

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ জোবায়ের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্ৰেপ্তারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।