সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার হীন ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও এর সাথে জড়িতদের যথোপযুক্ত বিচার দাবি করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। গণমাধ্যম প্রেরিত এক প্রেস রিলিজে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রিয় শিক্ষক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে এই ধরণের ঘৃণিত অপরাধীদের অতি দ্রুত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করতে হবে। একই সাথে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী আমাদের দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।
দুষ্কৃতিকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষূণ্ণ করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুস্কৃতিকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকালীন সময়ে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এই ধরণের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান জনাব কিরণ।