সকাল থেকে নূর হোসেন চত্বরে দেখা মেলেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে গোল চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বামপন্থী বেশ কিছু রাজনৈতিক দল। এসেছিলেন শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরাও।
রোববার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট ও এর আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়।
রাত থেকেই ছাত্র-জনতার দখলে ছিল গুলিস্তানের নূর হোসেন চত্বর। ভোরের আলো ফোটার পর প্রথমেই নূর হোসেনের পরিবার আসে গোল চত্বরে শ্রদ্ধা জানাতে। তবে ফুল দিয়ে স্মরণ করে ক্ষোভ প্রকাশ করেন নূর হোসেনের ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে।
নূর হোসেনের বোন শাহানা বেগম জানান, নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, সে কারও ব্যক্তিগত না। তাই তার শহীদ দিবসে সবার আসার সুযোগ করে দেওয়া হোক।
পরে কমিউনিস্ট পার্টি, বাসদ, গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসেন শ্রদ্ধা জানাতে। গণতন্ত্রের জন্য নূর হোসেনের ত্যাগ বারবার লুণ্ঠিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। স্বাধীন দেশে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার পরিকল্পনার সমালোচনাও করেন তারা।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।