আফগানদের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। এরই সঙ্গে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে ১-১ ব্যবধানে সমতায়ও ফিরল লাল-সবুজের দল।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে। জবাবে ৪৩.৩ ওভারে গুটিয়ে যায় আফগানিস্তান।