বিদেশের পারির উদ্দেশ্যে এক বন্ধুকে বিমান বন্দরে বিদায় জানিয়ে গ্রামের বাড়ি ফেরা হলো না অপর তিন বন্ধুর। বাস-প্রাইভেটকার সংঘর্ষের ঘটনায় হলো তাদের চিরবিদায়। এ ঘটনায় প্রাইভেটকার চালক আহত হয়েছেন। রোববার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন ৩০), একই জেলার সখিপুর থানার আন্দি গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩) ও একই থানার আন্দী গ্রামের সেকেন্দার আলী ছেলে জুয়েল মিয়া (৩২)।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুসলিম, নাসির ও নাসিরের বন্ধু টাঙ্গাইলের সখিপুর থানার আন্দি এলাকার মামুন হোসেন কুয়েত যাবেন। ওই বন্ধুকে গত শনিবার বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তাকে বিমান বন্দরে বিদায় দিতে যান তার বন্ধুরা। বন্ধুকে বিমান বন্দরে বিদায় দিয়ে একটি প্রাইভেটকার যোগে তাদের গ্রামের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রোববার ভোরে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি এলাকায় ইউটার্ন করছিল।
এসময় ঢাকার উদ্দেশ্যে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোসলেম উদ্দিন মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত জুয়েল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অপর দিকে এ সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারে চালক আজিজুল রহমান আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে গিয়ে নিহত এক লাশ ও গুরুত্বপূর্ণ আহত অবস্থায় প্রাইভেটকার চালক আজিজুলকে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। এদিতে বন্ধুকে বিমান বন্দরে বিদায় জাানিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় অপর বন্ধুদের চিরবিদায়ে তাদের পরিবারে বইছে শোকের মাতম।
নাওজোড় হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে দুর্ঘটনা কবলিত দুটি দুটি আটক করা গেলেও ঘাতক বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।