রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায়।শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, টিকিট বুকিং অফিস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেজন্যই মৃতের সংখ্যা এত বেশি। আজ সকাল ৯টার দিকে সেখান থেকে পেশওয়ারে যাওয়ার কথা ছিল জাফর এক্সপ্রেসের। সেসময়েই বিস্ফোরণ ঘটে।
পুলিশ কর্মকর্তারা বলেন, আহতদের বেশ কয়েকজনে অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশের সিনিয়র এসপি মুহাম্মদ বালোচ বলেন, এখন পর্যন্ত এটি আত্মঘাতী হামলা বলেই মনে হচ্ছে। তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, পেশওয়ারে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়ার আগমুহূর্তে স্টেশনে বিস্ফোরণটি হয়।