টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত কক্ষ থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃতদেহ গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। ৯ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। নুরজাহান বেগমের বাড়ি লতিফপুর ইউনিয়নের সীতারচালা গ্রামে। স্বামীর নাম সরবেশ মিয়া।
জানা যায়, নুরজাহান বেগম দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বেশিরভাগ সময় আত্মীয়-স্বজনদের বাড়িতে থাকতেন। শনিবার সকালে তিনি মির্জাপুরের বাওয়ার কুমারজানিস্থ তার মেয়ের বাড়ি থেকে বের হয়ে যান। ঐ দিন সন্ধ্যায় গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় তার লাশ লতিফপুর ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত কক্ষে পাওয়া যায়। কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ থাকলেও জানালার গ্রিল ভাঙ্গা ছিল। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান।