‘সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে কীটনাশক কোম্পানী সিনজেন্টার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও গলাচিপা থানার ওসি তদন্ত মো. জয়নাল আবেদীন।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনজেন্টা বাংলাদেশ প্রডাক্ট সিকিউরিটি অফিসার মেজর জামাল হায়দার (অব.)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সাইদুর রহমান, দেলোয়ার হোসেন, নাহিদ হাসান ও জাহিদ হোসেন, বিএফএ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সিনজেন্টা বাংলাদেশ এরিয়া ম্যানেজার এএসএম আব্দুর রউফ, সিনজেন্টা গলাচিপা উপজেলা শাখার ডিলার খোকন পোদ্দার প্রমুখ।