দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও কৃষি কার্যালয়ের শুভ উদ্বোধন। গতকাল সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এতে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাষ্টার, উপজেলা হিসাবরক্ষক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় সহ কৃষি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী কৃষি অফিস।