মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের শরিফুল মুন্সির তেলের পাম্পের সামনে শনিবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে মহাসড়কে যানবাহন তল্লাশি চালায়। মাগুরা সেনা ক্যাম্পের ৫৫ ডিভিশনের ১৪ ইস্ট বেঙ্গল রেজামেন্টের ক্যাপ্টেন তানজিম,লেফটেন্যান্ট শাহরিয়ার হক এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল মামুন- এর নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করে।
শালিখা থানার পুলিশ প্রশাসনের একটি দল এ সময় উপস্থিত ছিলেন।বাস,ট্রাক,প্রাইভেট কার, মোটরসাইকেল,পিকআপ ভ্যানসহ সকল প্রকার যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।এ সময় ২টা বাস সহ ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।অবৈধ অস্ত্র,মাদক,চোরা চালান ইত্যাদি বিষয়ে অভিয়ান অব্যহত থাকবে বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানান হয়।