টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন। আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, আরিফুল ইসলাম বলেন, সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন এই উপজেলার সকল জনগণকে সেবা প্রদানের জন্য। আমরাও প্রস্তুত আছি আপনাদের সেবা দিতে; সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদা খাতুন বলেন, সরকার প্রদত্ত সকল ধরনের কৃষি প্রণোদনা কৃষক ভাইদের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী বক্তব্য শেষে উপস্থিত কৃষকদের মাঝে রবি শস্য বীজ বিতরণ করা হয়।