Dhaka ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জলঢাকায় ফ্রি-গবাদি পশুর টিকাদান কর্মসূচি পালিত

নীলফামারীর জলঢাকায় নাগরিক সামাজিক সংগঠন (সিএসও) আয়োজিত ফ্রি-গবাদি পশুর টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে।

নেট্জ বাংলাদেশ ও বিএমজেড এর সহয়োগিতায় রবিবার (১০নভেম্বর) সকাল ১০টায় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পায়রাবন গ্রামে এলাকার ৫ শতাধীর গরু ও ছাগলের শরীরে পিপিআর ও তরকা রোগের টিকা প্রদান করা হয়।

কর্মসূচিকে সফল করা লক্ষ্যে বিশেষ ভুমিকা পালন করেন মানব কল্যান পরিষদ (যুক্ত প্রকল্প), ধর্মপাল ইউনিয়ন পরিষদ এবং জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।

এ সময় অতিথি হিসাবে উক্ত  প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর পরিতোষ সেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, সিএসও সভা প্রধান মাসুদ রানা, দলের সভা প্রধান আইরিন আক্তার, স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

সুবিধাভোগী প্রতিমা রানী জানান, আমাদের বাড়ী থেকে জলঢাকা উপজেলা অনেক দুরে। মানব কল্যান পরিষদের অধিনে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় আমরা ছোট খামারীরা নিজ বাড়ীতে বসেই গরু এবং ছাগলের চিকিৎসা সেবা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জলঢাকায় ফ্রি-গবাদি পশুর টিকাদান কর্মসূচি পালিত

Update Time : ০৭:৫৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

নীলফামারীর জলঢাকায় নাগরিক সামাজিক সংগঠন (সিএসও) আয়োজিত ফ্রি-গবাদি পশুর টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে।

নেট্জ বাংলাদেশ ও বিএমজেড এর সহয়োগিতায় রবিবার (১০নভেম্বর) সকাল ১০টায় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পায়রাবন গ্রামে এলাকার ৫ শতাধীর গরু ও ছাগলের শরীরে পিপিআর ও তরকা রোগের টিকা প্রদান করা হয়।

কর্মসূচিকে সফল করা লক্ষ্যে বিশেষ ভুমিকা পালন করেন মানব কল্যান পরিষদ (যুক্ত প্রকল্প), ধর্মপাল ইউনিয়ন পরিষদ এবং জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।

এ সময় অতিথি হিসাবে উক্ত  প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর পরিতোষ সেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, সিএসও সভা প্রধান মাসুদ রানা, দলের সভা প্রধান আইরিন আক্তার, স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

সুবিধাভোগী প্রতিমা রানী জানান, আমাদের বাড়ী থেকে জলঢাকা উপজেলা অনেক দুরে। মানব কল্যান পরিষদের অধিনে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় আমরা ছোট খামারীরা নিজ বাড়ীতে বসেই গরু এবং ছাগলের চিকিৎসা সেবা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।