নীলফামারীর ডোমারে অ-রাজিৈনক ও ইসলামী সামাজিক সংগঠন আল-আবরার ফাউন্ডেশন আয়োজিত শুধু মাত্র মহিলা মা বোনদের জন্য ২ মাস ব্যাপী তৃতীয় ব্যাচে ফ্রি কোরআন শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মিশর আল-আজাহারী ইউনিভারসিটির অধ্যায়নরত মুফতি মাওঃ আতাউল্লাহ বীন শহিদ এর পরিচালনায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা মুন্সিপাড়া গ্রামে রবিবার কোরআন শিক্ষার তৃতীয় ব্যাচের কার্যক্রম চালু করা হয়।
সেখানে অভিজ্ঞ আলেমা ও হাফেজাদের সমম্বয়ে এলাকার ৪০ জন নারী মহা গ্রন্থ পবিত্র আল কোরআন শিক্ষা গ্রহন করেন।
প্রধান শিক্ষকা আলেমা সুমাইয়া আক্তার মুন্নি জানান, আল-আবরার ফাউন্ডেশনের সহযোগিতায় আমি দুনিয়া আখেরাতের মুক্তির জন্য দীর্ঘ ১ বছর যাবত এলাকার মা বোনদের কোন প্রকার হাদিয়া ছাড়াই একদম বিনা শ্রমে এই কর্যক্রম পরিচালনা করে আসছি। যাতে করে এলাকার নারীরা সহি ও সুদ্ধ ভাকে পবিত্র কোরআর পাঠ করতে পারে।
সংগঠনের স্বেচ্ছাসেবক তরিকুল ইসলাম বলেন, ২০২৩ সালে ২৯মার্চ আল-বাবরার ফাউন্ডেশন গঠন করা হয়। এটি একটি অ-রাজিৈনক ও ইসলামী সামাজিক সংগঠন, উক্ত সংগঠনের উদ্যোগে দিগত ১ বছর যাবত আমরা এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, ঈদ উপহার সামগ্রী, বৃক্ষ রোপন কর্মসূচিসহ নানমূখী কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশেষ করে মা বোনদের ফ্রি-কোরআন শিক্ষার ব্যপারে আমরা সক্রিয় ভুমিকা পালন করবো।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাওঃ আতাউল্লাহ বীন শহিদ মুঠো ফোনে জানান, ইসলামী সামাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি, শুধু ডোমার উপজেলায় নয়, আগামীতে সাড়া বাংলাদেশে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে চাই। এর জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।