মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে পুকুরের পানিতে ডুবে মমিন(৬)নামের এক বুদ্ধি প্রতিবন্ধী শিমুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ধর্মচাকী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। মমিন ধর্মচাকী পশ্চিম পাড়ার আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির সাথে পুকুরের পাশে খেলা করছিল মমিন। এরই মাঝে কোনো এক সময় পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় । পরিবারের ও স্থানীয় লোকজন অনেকক্ষণ খোঁজাখোজি করে পুকুর থেকে মমিনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, মমিন জন্মের পর থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনা লোক ব্যবস্থা প্রক্রিয়াধীন।