নবনির্বাচিত মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন এমন দাবি প্রত্যাখ্যান করল মস্কো।রাশিয়া জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে এমন কোনো কথা হয়নি পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রবিবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট’ জানায়, পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, একীভূত নয়, ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইউরোপের অনেক স্থানে শক্তিশালী মার্কিন সামরিক উপস্থিতি আছে বলেও পুতিনকে সতর্ক করেন ট্রাম্প।
তবে ক্রেমলিন থেকে জানানো হয়েছে এমন কোনো কথা দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে হয়নি। একজন মুখপাত্র জানান, এমন প্রতিবেদন পুরোপুরি কল্পনাপ্রসূত। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করলে তার দল বিবিসিকে জানায়, তারা ট্রাম্পের ব্যক্তিগত কল নিয়ে কোনো মন্তব্য করবে না।
ট্রাম্পের কমিউনিকেশনস পরিচালক স্টিভেন চং বলেন,বিশ্বনেতাদের সঙ্গে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ফোনালাপ নিয়ে কোনো মন্তব্য করতে পারি না।তবে বিশ্বনেতাদের সঙ্গে ট্রাম্প কথা বলা শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।