জয়পুরহাটে শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং, বাল্য বিবাহকে না বলে দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নেন।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেয় সংগঠনটি। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংকে না বলে দেশপ্রেমের শপথ নেন।
এসময় গাছের চারা বিতরণ ও শপথ অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাজেদুর রহমান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ, সংগঠনের নাটোর শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাসেল আহমেদ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ ও সদস্য হাসান প্রমুখ।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।