Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রাক চাপায় সাংবদিক আহত: এক পথচারী নিহত

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাক চাপায় এক সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন। এসময় ট্রাক আটক করতে গিয়ে চাকার নিচে পড়ে হুদ্দো নামে এক পথচারীর মৃত্যু ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কলাবাগান বিরামপুর প্রেসক্লাব থেকে জনকণ্ঠ ও মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের কলাবাগান মোড়ে একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় পথচারীরা ট্রাকটি আটকের চেষ্টা করে। সবেদ আলী হুদ্দো (৪৫) নামে একজন ট্রাকের চালকের দরজায় উঠে গেলে তাকে নিয়েই ট্রাক দিনাজপুর অভিমুখে দ্রুত চলতে থাকে।  হুদ্দো চিৎকার করতে থাকলে দুর্গাপুর ঢিবি নামক স্থানে হুদ্দোকে ট্রাকের চালক চলন্ত ট্রাক থেকে মহাসড়কে ফেলে দেয়। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক হুদ্দোকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসনাত ইয়াসমিন হুদ্দোকে মৃত: ঘোষণা করেন। নিহত হুদ্দো বিরামপুর পৌর এলাকার টাটকপুর গ্রামের সমশের আলীর ছেলে।

অপরদিকে গুরুত্বর আহত সাংবাদিক আকরাম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিক্যাল ও হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত সাংবাদিকের সাথে থাকা তার ভাই আকতার হোসেন বলেন, আকরাম হোসেনের মাথা ফেটে গেছে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত পেয়েছেন। বর্তমানে সাংবাদিক আকরাম হোসেন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে এবং পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বিরামপুরে ট্রাক চাপায় সাংবদিক আহত: এক পথচারী নিহত

Update Time : ০৩:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাক চাপায় এক সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন। এসময় ট্রাক আটক করতে গিয়ে চাকার নিচে পড়ে হুদ্দো নামে এক পথচারীর মৃত্যু ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কলাবাগান বিরামপুর প্রেসক্লাব থেকে জনকণ্ঠ ও মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের কলাবাগান মোড়ে একটি ট্রাক তার মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় পথচারীরা ট্রাকটি আটকের চেষ্টা করে। সবেদ আলী হুদ্দো (৪৫) নামে একজন ট্রাকের চালকের দরজায় উঠে গেলে তাকে নিয়েই ট্রাক দিনাজপুর অভিমুখে দ্রুত চলতে থাকে।  হুদ্দো চিৎকার করতে থাকলে দুর্গাপুর ঢিবি নামক স্থানে হুদ্দোকে ট্রাকের চালক চলন্ত ট্রাক থেকে মহাসড়কে ফেলে দেয়। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক হুদ্দোকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাসনাত ইয়াসমিন হুদ্দোকে মৃত: ঘোষণা করেন। নিহত হুদ্দো বিরামপুর পৌর এলাকার টাটকপুর গ্রামের সমশের আলীর ছেলে।

অপরদিকে গুরুত্বর আহত সাংবাদিক আকরাম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর মেডিক্যাল ও হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত সাংবাদিকের সাথে থাকা তার ভাই আকতার হোসেন বলেন, আকরাম হোসেনের মাথা ফেটে গেছে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত পেয়েছেন। বর্তমানে সাংবাদিক আকরাম হোসেন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে এবং পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।