দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া (হাসপাতাল পাড়া) এলাকায় পুকুরের পানিতে ডুবে সূর্য্য নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে পুকুরের পানিতে ডুবে সূর্য্য নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে।
নিহত সূর্য্য বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া (হাসপাতাল পাড়া) এলাকার মিলন চন্দ্রের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু সূর্য্য বুধবার সকালে বাড়ির বাইরে খেলার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভীন শিশুটিকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।