Dhaka ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চীনে স্পোর্টস সেন্টারে উন্মত্ত ব্যক্তির গাড়ি চাপায় নিহত ৩৫

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের একটি স্পোর্টস সেন্টারে এক উন্মত্ত ব্যক্তি প্রচণ্ড বেগে তার গাড়ি শরীরচর্চায় ব্যস্ত লোকজনের ওপর উঠিয়ে দেওয়ার কারণে ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪৩ জন। স্থানীয় পুলিশ গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

গত সোমবারের এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছিল। সেই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ঘষামাজা করা কিছু ছবি প্রকাশ করেছিল। তবে তাদের সাম্প্রতিক তথ্যে হতাহাতের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়।

গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, ফান নামের ৬২ বছর বয়সী এক লোক তার ছোট এসইউভি গাড়িটি নিয়ে স্পোর্টস সেন্টারের গেট দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর চলন্ত গাড়িটি দিয়ে ভেতরের রাস্তায় শরীরচর্চায় ব্যস্ত লোকজনকে একের পর এক চাপা দেন তিনি।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে অসন্তুষ্ট হয়ে ফান এ মর্মান্তিক ঘটনা ঘটায়।

ভৌগলিক অবস্থান শনাক্ত করে এএফপির হাতে আসা সোমবার রাতের ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক মাটিতে নিথর পড়ে আছে আর অন্যরা অচেতন হয়ে পড়া লোকজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী এ প্রসঙ্গে কাইসিন নিউজ ম্যাগাজিনকে বলেন, স্টেডিয়ামটির ট্র্যাকে লোকজন দল বেঁধে ব্যায়াম করত এবং এটি ছিল একটি নিয়মিত ঘটনা। তিনি জানান, সোমবারের এ ঘটনায় তিনি যখন তৃতীয় ধাপে দৌড় শেষ করেছেন, তখন একটি গাড়ি সবেগে সেখানে থাকা লোকজনকে আঘাত করে। তবে তিনি লাফিয়ে সরে যেতে পেরেছিলেন।

লিউ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, দৌড়ের ট্র্যাকের চারদিকেই লোকজনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করার সময় ফানকে ‘নিয়ন্ত্রণ’ করা হয়। গাড়িটি থামালে দেখা যায়, ফান একটি ছুরি নিয়ে তার সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে। ঘাড়ে ও শরীরের অন্যান্য স্থানে গুরুতর আঘাতের কারণে সে কোমায় চলে যায়। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি।

পুলিশ আরও জানায়, আহত ৪৩ জনের জীবন হারানোর ঝুঁকি নেই।

এদিকে, চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় আহত লোকজনের চিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দোষী ব্যক্তিকে আইন অনুসারে শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন।

ঝুহাই শহরে এই মুহূর্তে চীনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের সবচেয়ে বড় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

চীনে স্পোর্টস সেন্টারে উন্মত্ত ব্যক্তির গাড়ি চাপায় নিহত ৩৫

Update Time : ১২:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের একটি স্পোর্টস সেন্টারে এক উন্মত্ত ব্যক্তি প্রচণ্ড বেগে তার গাড়ি শরীরচর্চায় ব্যস্ত লোকজনের ওপর উঠিয়ে দেওয়ার কারণে ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪৩ জন। স্থানীয় পুলিশ গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

গত সোমবারের এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছিল। সেই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ঘষামাজা করা কিছু ছবি প্রকাশ করেছিল। তবে তাদের সাম্প্রতিক তথ্যে হতাহাতের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়।

গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, ফান নামের ৬২ বছর বয়সী এক লোক তার ছোট এসইউভি গাড়িটি নিয়ে স্পোর্টস সেন্টারের গেট দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর চলন্ত গাড়িটি দিয়ে ভেতরের রাস্তায় শরীরচর্চায় ব্যস্ত লোকজনকে একের পর এক চাপা দেন তিনি।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কারণে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে অসন্তুষ্ট হয়ে ফান এ মর্মান্তিক ঘটনা ঘটায়।

ভৌগলিক অবস্থান শনাক্ত করে এএফপির হাতে আসা সোমবার রাতের ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক মাটিতে নিথর পড়ে আছে আর অন্যরা অচেতন হয়ে পড়া লোকজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী এ প্রসঙ্গে কাইসিন নিউজ ম্যাগাজিনকে বলেন, স্টেডিয়ামটির ট্র্যাকে লোকজন দল বেঁধে ব্যায়াম করত এবং এটি ছিল একটি নিয়মিত ঘটনা। তিনি জানান, সোমবারের এ ঘটনায় তিনি যখন তৃতীয় ধাপে দৌড় শেষ করেছেন, তখন একটি গাড়ি সবেগে সেখানে থাকা লোকজনকে আঘাত করে। তবে তিনি লাফিয়ে সরে যেতে পেরেছিলেন।

লিউ নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, দৌড়ের ট্র্যাকের চারদিকেই লোকজনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করার সময় ফানকে ‘নিয়ন্ত্রণ’ করা হয়। গাড়িটি থামালে দেখা যায়, ফান একটি ছুরি নিয়ে তার সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে। ঘাড়ে ও শরীরের অন্যান্য স্থানে গুরুতর আঘাতের কারণে সে কোমায় চলে যায়। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি।

পুলিশ আরও জানায়, আহত ৪৩ জনের জীবন হারানোর ঝুঁকি নেই।

এদিকে, চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় আহত লোকজনের চিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দোষী ব্যক্তিকে আইন অনুসারে শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন।

ঝুহাই শহরে এই মুহূর্তে চীনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের সবচেয়ে বড় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।