পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখামুখি সংঘর্ষে তমাল বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমনগর বাজারের পাশে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে। জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২) সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মোটর সাইকেল যোগে মামার বাড়ি গোয়ালবাথান যাচ্ছিলো পথেমধ্যো কপিলমুনির কাশিমনগর বাজারে পাশে পৌছালে বিপরীত দিক থেকে একটি বাইসাইকেল আসে। এ সময় বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলটি গতি বেশি থাকায় মোটরসাইকেল চালক তমাল ছিটকে পড়ে মাথা ও মুখ থেতলে আহত হয়। এসময় আহতকে ওই রাতে তালা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, আমাদের সিমান্তে ঘটেছে। আমাদেরকে না জানিয়ে তার মরদেহ পুড়িয়ে ফেলেছে।
শিরোনাম :
পাইকগাছায় মোটর সাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
- আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা ) প্রতিনিধিঃ
- Update Time : ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- ৪৭ Time View
Tag :
আলোচিত