কুড়িগ্রামের উলিপুরে সামজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ার হাতিয়া গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে ।১৯৭১ সালের ১৩ই নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন এর দাগারকুটি নামক স্থানে ৭৮৯ জন নিরীহ এলাকাবাসীকে ধরে এনে গণহত্যা চালায়।
এরপর থেকে হাতিয়া বাসি, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি যথা যোগ্য মর্যাদার সাথে পালন করে আসছিল।এরই ধারাবাহিকতায় এবারেও দিবসটি পালনে এগিয়ে আসে জাতীয়তা বাদী মুক্তিযোদ্ধারা এবং ফ্রেন্ডস ফেয়ার উলিপুর ।
ফ্রেন্ডস ফেয়ার সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন জাতীয় দিবসের পাশাপাশি আঞ্চলিক দিবসও যথাযথ মর্যাদায় পালন করে আসছে। ১৩ নভেম্বর হাতিয়া গণহত্যা চালিয়ে হায়নারা ক্ষান্ত হয়নি, ঐদিন পুড়িয়ে দেয় বেশ কয়েকটি গ্রাম ।
সেইসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ফ্রেন্ডস্ ফেয়ারের উদ্যোগে আজ ১৩ই নভেম্বর ২০২৪ রোজ বুধবার ফ্রেন্ডস্ ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক জাদুঘরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে। এরপর সকাল ৮.৩০ মিনিটে হাতিয়া গণহত্যায় নিহত শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও গণহত্যায় নিহত শহীদদের সমাধি ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
অন্যদিকে, জাতীয়তা বাদী মুক্তিযোদ্ধা দল আয়োজন করে দোয়া ও আলোচনা অনুষ্ঠান ।