নীলফামারী ডোমার চিলাহাটিতে ছেলের ছুরিঘাতে জন্মদাতা বাবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। পরিবার সুত্রে জানাযায়, গতকাল বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এলাকার মৃত নুর হোসেনের ছেলে রবিউল ইসলাম সাবুল (৫০) এবং তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) বাবা ছেলের মধ্যে পারিবারিক বিষয়ে ধান কাটা এবং মাড়াই বিষয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।
এ সময় বাবা তার ছেলে ও স্ত্রীকে মারধরের বিষয়কে কেন্দ্র করে ছেলে আবু বক্কর সিদ্দিক ধারালো ছুরি দিয়ে তার বাবাকে শরীরের বিভিন্ন স্থানে স্বজোরে আঘাত করে। রক্তাত্ত অবস্থায় তার বাবা রবিউল ইসলাম সাবুল মাটিতে পড়ে গেলে প্রতিবেশীরা দ্রুত তাকে হাসপাতলে নেয়ার সময় প্রতিমধ্যে রবিউল ইসলাম সাবুলের মৃত্যু হয়। এ সময় ঘাতক ছেলে আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়।
সাবুলের লাশ দেখতে এলাকাবাসী তার বাড়ীতে ভীড় জমায়। এমন হৃদয় বিদারক ঘটনায় সাবুলের পরিবারের লোক জনের কান্নায় এলাকার বাতাস যেন ভাড়ী হয়ে উঠে। সংবাদ পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স এবং ডাঙ্গাপাড়া বিজিপি ক্যাম্পের বডার গার্ডের সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়।
পুলিশ লাশের সুরতাহার শেষে প্রতিবেদককে জানান, আগামীকাল লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। ঘাতক সিদ্দিককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিয়মিত মামলার দায়ের করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হবে।