‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে বিরামপুর ডায়াবেটিস অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার, কলেজ বাজার এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় দিনাজপুরের বিরামপুরে ডায়াবেটিস অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, কোষাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আতিয়ার রহমান, মেডিকেল অফিসার ডাঃ শাহ আলম সাজিদ প্রমূখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আল মারুফ ট্রাস্টের সদস্য, ডায়াবেটিস সেন্টারের পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ঔষধ কোম্পানীর সদস্য ও ডায়াবেটিস রোগী সহ সূধী মণ্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।