Dhaka ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত

ভোলার ৭ উপজেলার ১০টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারী ভাবে অপরাধের চিত্র আরো বেশী। এরমধ্যে খুন ২৫টি, নারী নির্যাতন ৫শ’ ৩৭টি, ধর্ষণ ৬৮টি, মাদক ২শ’ ২৭টি, অপহরণ ২টি, পুলিশ আক্রান্ত ১টি, অস্ত্র আইনে ১২টি, দ্রুত বিচারে ২টি, চোরা চালানে ১টি, ডাকাতির ও দস্যুতা অভিযোগে ৩টি, বিষ্ফোরকে ১টি, সিধেল চুরি ৩১টি, মোটরযান দুর্ঘটনায় ১২টি ও চুরি ৪০টিসহ অন্যান্য আরো ৯শ’ ১৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী ভোলা জেলায় বিগত ১০ মাসের মধ্যে জানুয়ারীতে ১শ’ ৪৯টি, ফেব্রুয়ারীতে ১শ’ ৫৪টি, মার্চে ১শ’ ৮৩টি, এপ্রিলে ১শ’ ৯৮টি, মে’তে ২শ’ ৫টি, জুনে ১শ’ ৯৯টি, জুলাইয়ে ২শ’ ১৫টি, আগষ্টে ১শ’ ৭৮টি, সেপ্টেম্বরে ১শ’ ৮৪টি ও অক্টোবরে ২শ’ ১৭টিসহ মোট ১ হাজার ৮শ’ ৮২টি এবং অন্যান্য আরো ৯শ’ ১৯টি অপরাধ সংঘটিত হয়।

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান আইন-শৃঙ্খলা কমিটির সভায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রশাসন ও পুলিশ বিভাগকে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক আইনী সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। তিনি নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও অপহরণ বিষয়গুলো সামাজিকভাবে প্রতিরোধে ব্যাপারে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, ভোলার ৭ উপজেলার ১০টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারীভাবে অপরাধের চিত্র আরো বেশী। অনেক অপরাধ প্রভাবশালীদের কারণে এবং গ্রাম্য সালিশীর মাধ্যমে থানা পর্যন্ত না গড়িয়ে এলাকায় সমাধান হয়েছে। আবার অনেকে নানান কারণে মামলা করতে সাহস করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক ৯ ডিসেম্বর

ভোলায় ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত

Update Time : ১০:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ভোলার ৭ উপজেলার ১০টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারী ভাবে অপরাধের চিত্র আরো বেশী। এরমধ্যে খুন ২৫টি, নারী নির্যাতন ৫শ’ ৩৭টি, ধর্ষণ ৬৮টি, মাদক ২শ’ ২৭টি, অপহরণ ২টি, পুলিশ আক্রান্ত ১টি, অস্ত্র আইনে ১২টি, দ্রুত বিচারে ২টি, চোরা চালানে ১টি, ডাকাতির ও দস্যুতা অভিযোগে ৩টি, বিষ্ফোরকে ১টি, সিধেল চুরি ৩১টি, মোটরযান দুর্ঘটনায় ১২টি ও চুরি ৪০টিসহ অন্যান্য আরো ৯শ’ ১৯টি অপরাধ সংঘটিত হয়েছে।

ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী ভোলা জেলায় বিগত ১০ মাসের মধ্যে জানুয়ারীতে ১শ’ ৪৯টি, ফেব্রুয়ারীতে ১শ’ ৫৪টি, মার্চে ১শ’ ৮৩টি, এপ্রিলে ১শ’ ৯৮টি, মে’তে ২শ’ ৫টি, জুনে ১শ’ ৯৯টি, জুলাইয়ে ২শ’ ১৫টি, আগষ্টে ১শ’ ৭৮টি, সেপ্টেম্বরে ১শ’ ৮৪টি ও অক্টোবরে ২শ’ ১৭টিসহ মোট ১ হাজার ৮শ’ ৮২টি এবং অন্যান্য আরো ৯শ’ ১৯টি অপরাধ সংঘটিত হয়।

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান আইন-শৃঙ্খলা কমিটির সভায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রশাসন ও পুলিশ বিভাগকে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক আইনী সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। তিনি নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও অপহরণ বিষয়গুলো সামাজিকভাবে প্রতিরোধে ব্যাপারে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, ভোলার ৭ উপজেলার ১০টি থানায় চলতি বছরের ১০ মাসে ১ হাজার ৮শ’ ৮২টি অপরাধ সংঘটিত হলেও বেসরকারীভাবে অপরাধের চিত্র আরো বেশী। অনেক অপরাধ প্রভাবশালীদের কারণে এবং গ্রাম্য সালিশীর মাধ্যমে থানা পর্যন্ত না গড়িয়ে এলাকায় সমাধান হয়েছে। আবার অনেকে নানান কারণে মামলা করতে সাহস করেনি।