Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সমন্বয়কদের ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক

চলমান বিষয় নিয়ে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বুধবার (১৩ নভেম্বর) প্লাটফর্মটির বাংলামোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে। করাণ জুলাই আন্দোলনের ফসল হলো এই সরকার। এছাড়া সভায় সমন্বয়কদের মধ্যে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইবো না। পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিনি আরও জানান, বিপ্লবের ১০০ দিন ‍উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে বলে জানান আব্দুল হান্নান মাসউদ।

মুখ্য সমন্বয়ক মাসউদ বলেন, আমাদের আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০-৮০ জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই আমাদের, আমরা ঐক্যবদ্ধ আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ, গাছ জব্দ প্রশাসনের

সমন্বয়কদের ৪ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক

Update Time : ০৮:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চলমান বিষয় নিয়ে বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বুধবার (১৩ নভেম্বর) প্লাটফর্মটির বাংলামোটর কার্যালয়ে চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে। করাণ জুলাই আন্দোলনের ফসল হলো এই সরকার। এছাড়া সভায় সমন্বয়কদের মধ্যে আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইবো না। পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিনি আরও জানান, বিপ্লবের ১০০ দিন ‍উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে বলে জানান আব্দুল হান্নান মাসউদ।

মুখ্য সমন্বয়ক মাসউদ বলেন, আমাদের আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০-৮০ জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই আমাদের, আমরা ঐক্যবদ্ধ আছি।