সিরাজগঞ্জ শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পদ্ম পুকুরকে সাতাঁর উপযোগি করে সুইমিং পুকুরে পরিণত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের সিরাজী রোডে অবস্থিত পদ্ম পুকুর এলাকায় আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ খান হাসান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও সাধারন মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন সিরাজগঞ্জ যমুনা নদী বেষ্টিত জেলা হওয়ায়তে এখাসে প্রতি বছর াসংখ্য মিশু কিশোর নদী ও পুকুরের পানিতে ডুবে মারা যায়। কিন্তু শহরের মাঝে এতো সুন্দর একটি পুকুর থাকার পরেও সাঁতার সেখার কোন ব্যবস্থা নাই। তাই সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং পৌরসভার ত্বত্তাবধানে পুকুরটি প্রস্তুত করা এবং শিশু কিশোরদের সাঁতার সেখানোর ব্যবস্থা করেপানিতে ডুবে মৃত্যু রোধের জোর দাবি জানানো হয়।