গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বুধবার বিকেলে ট্রেনে কাটা পড়ে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের পশ্চিম সিনাবহ এলাকার মৃত ইদ্রিস মিয়ার স্ত্রী আমেনা বেগম (৫০।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা বেগম মানসিক প্রতিবন্ধি। তিনি কানে কম শুনতেন এবং চলাচলেও তার শারীরিক সমস্যা ছিল। বুধবার বিকেলে বাড়ী থেকে উপজেলার পল্লীবিদ্যূৎ এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে উপজেলার কালামপুর খাজাডেক এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইন অতিক্রম করছিলেন। এসময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর রহমান জানান, এরকম ঘটনা শুনেছি। তবে ওই নারীর স্বজনরা নিহতের লাশ বাড়ীতে নিয়ে গেছে বলে জানা গেছে।