Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বুধবার, ১৩ নভেম্বর প্রথমবারের মতো সাক্ষাৎ করেন তারা।

বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ দিন হোয়াইট হাউজের ওভাল অফিসে সাক্ষাত করেন বাইডেন ও ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেন, ও মধ্যপ্রাচ্য ইস্যুতেও কথা বলেন তারা।

ট্রাম্প-বাইডেন বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল জানিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জঁ পিয়েরে সাংবাদিকদের বলেন,দেশের ও বিশ্বের মুখোমুখি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন তারা। এটি সত্যিই খুব সৌহার্দ্যপূর্ণ, খুবই কোমল ও মৌলিক ছিল।

এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেন,ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যই ভালো বলে মনে করেন বাইডেন। তার যুক্তি, একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে রক্ষা করবে।

তবে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন,আমাদের অবস্থান ঠিক কোথায় এ নিয়ে আমি তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি সেগুলো আমাকে জানিয়েছেন। তিনি খুব বিনয়ী ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছিলেন ড্রেমোক্র্যাট বাইডেন। তবে রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে একটি বিপর্যয়কর বিতর্কের পর এবার ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তাই দলের পক্ষ থেকে প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যদিও তিনি এবার ট্রাম্পের কাছে হেরে যান।

প্রসঙ্গত, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। আর এর আগে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে বুধবার, ১৩ নভেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন বাইডেন ও ট্রাম্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

Update Time : ১২:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় বুধবার, ১৩ নভেম্বর প্রথমবারের মতো সাক্ষাৎ করেন তারা।

বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ দিন হোয়াইট হাউজের ওভাল অফিসে সাক্ষাত করেন বাইডেন ও ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেন, ও মধ্যপ্রাচ্য ইস্যুতেও কথা বলেন তারা।

ট্রাম্প-বাইডেন বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল জানিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জঁ পিয়েরে সাংবাদিকদের বলেন,দেশের ও বিশ্বের মুখোমুখি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন তারা। এটি সত্যিই খুব সৌহার্দ্যপূর্ণ, খুবই কোমল ও মৌলিক ছিল।

এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেন,ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্যই ভালো বলে মনে করেন বাইডেন। তার যুক্তি, একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে রক্ষা করবে।

তবে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন,আমাদের অবস্থান ঠিক কোথায় এ নিয়ে আমি তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি সেগুলো আমাকে জানিয়েছেন। তিনি খুব বিনয়ী ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছিলেন ড্রেমোক্র্যাট বাইডেন। তবে রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে একটি বিপর্যয়কর বিতর্কের পর এবার ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তাই দলের পক্ষ থেকে প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যদিও তিনি এবার ট্রাম্পের কাছে হেরে যান।

প্রসঙ্গত, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। আর এর আগে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে বুধবার, ১৩ নভেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন বাইডেন ও ট্রাম্প।