মেহেরপুরের মুজিবনগরের ভবেরপাড়া গ্রামের একটি মাদ্রাসা শিক্ষকের মারধরে ৬ শিশু ছাত্রকে রক্তাত্ব জখম করা হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকের এ ঘটনায় অভিভাবকদের মাঝে বিরাজ করছে ব্যাপক ক্ষোভ
জানা গেছে, মঙ্গলবার রাতে এক শিশু ছাত্র ঘুরের মধ্যে বিছানায় প্রসাব করে। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ছাত্রদের পেটাতে থাকেন শিক্ষক হাফেজ মাও. ফাহাদ শেখ। শিশুদের কান্নাকাটি শুনে এগিয়ে আসে আশেপাশের মানুষ। তার শিক্ষকের মাধরের বিষয়টি প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেয়। অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষককে। পুলিশ রাতেই শিশুদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত শিক্ষককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যস্থা নেওয়া হবে বলে জানান মুজিবনগর থানার ওসি।