খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৪ বছর পর নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে ঘরোয়া পরিবেশে শুরু হয়েছে শর্ট পিচ ক্রিকেট (টিএসপিএল)। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে স্কুল মাঠে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে শুরু হওয়া ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবু।
এছাড়াও স্কুলের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী ফোরামের অন্যতম সদস্য প্রকৌশলী প্রবীর কুমার পাল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একসময় ঐতিহ্যবাহী ত্রিমোহনী স্কুলের মাঠ সকল খেলোয়ারদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠতো। বিকেল হলেই কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য খেলোয়াররা মাঠে সমবেত হতো। কিন্তু ২০১০ সালের পর থেকে বন্ধ হয়ে যায় সেই খেলার আসর। আজ আবার ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগ-২০২৪ এর উদ্বোধনের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া আসরকে ফিরিয়ে আনার মাধ্যমে স্কুল মাঠ প্রাণবন্ত হয়ে উঠলো।
এই আয়োজনের মধ্যদিয়ে আবারোও স্কুলের মাঠে খেলোয়াড়ের উপস্থিতির দেখা মিলবে বলে আশা প্রকাশ করছে আয়োজকরা। এমন ধারা অব্যাহত রাখতে আগামীতেও আয়োজকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানান প্রাক্তন শিক্ষার্থী ফোরামের অন্যতম সদস্য প্রকৌশলী প্রবীর কুমার পাল। এসময় স্কুল থেকে পাশ করা শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গন। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত মোট ৮টি দল লীগে অংশগ্রহণ করছে। আগামী শুক্রবার লীগের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।