দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মোঃ সারেজুল ইসলামের ৭০শতাংশ জমির ধান কেটে ফেলেন। ফুলবাড়ী উপজেলার দলদলিয়া গ্রামে সারেজুল ইসলামের গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আবু ফাজেল (৫২), পিতা- মৃত তোফাজ্জল, সাং- গৌরিপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর, আফলাতুজ্জামান মিটু (৪৫), আল আকসাফ লুডু (৩৮), উভয়ের পিতা- মৃত আশরাফ উদ্দীন, মোঃ জাকিরুল (৪০), মোঃ জুয়েল হোসেন (২৮), উভয়ের পিতা- আব্দুস সালাম, মোঃ আব্দুল সালাম (৫০), পিতা- মৃত ছামের আলী, মোঃ ফারুক (৩০), পিতা- মোশাররফ হোসেন ভুট্টু, সাং- কামালপুর, নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত আফাজ উদ্দীন, শরিফুল ইসলাম (৩৬), পিতা- মৃত নাজির উদ্দীন, সাং- গঙ্গাপুর, লিয়াকত আলী (৪৭), পিতা- মৃত খলিল উদ্দীন, সাং- গঙ্গাপুর, আজাহার হোসেন (৪০), পিতা- আবুল হোসেন, দলদলিয়া, মাদিলাহাট, ফুলবাড়ী, দিনাজপুর গংরা দলবদ্ধহয়ে লাঠিসোটা নিয়ে গত ১৩/১১/২০২৪ খ্রি. সকাল সাড়ে ৯টায় উপজেলার বেতদিঘী ইউপির দলদলিয়া গ্রামে সারেজুল ইসলামের ক্রয়কৃত ৭০শতাংশ জমির ধান কেটে ফেলেন।
এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। মোঃ সারেজুল ইসলাম জানান, জমি-জমার বিরোধকে কেন্দ্র করে উল্লেখ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী, দিনাজপুরে ১টি মামলা চলমান রয়েছে। যাহার সি আর মামলা নং- ২২১/২৩(ফুলবাড়ী এবং ৭ ধারায় একটি মামলা চলমান, যাহার মামলা নং- ৩৯/২৪(ফুলঃ), তারা আদালতকে তোয়াক্কা না করে জোরপূর্বক ঐ জমির ধান কেটে ফেলেন। এই ঘটনায় সারেজুল ইসলাম গত ১৪/১১/২০২৪ খ্রি. তারিখে ১১ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।