ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে দৌলতখানের মদনপুর থেকে তাদেরকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফট্যানেন্ট রিফাত আহমেদ সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুরে শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে দুর্ধর্ষ ৩ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হন তারা। আটককৃতরা হলেন- মফিজ মাল (৩৬), মোঃ মামুন মাল (২২) ও মোঃ শামীম মাল (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকা- দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। তাদের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।