টাঙ্গাইলের মির্জাপুর সদরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এবং টাঙ্গাইল জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা।
জানা গেছে, মির্জাপুর সদরের মেন রোডে অবস্থিত এম.আর জুয়েলারি স্টোরের স্বত্বাধিকারী মুজিবর রহমান দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মজিবর রহমানের স্বর্ণের দোকান এবং থানা রোডে অবস্থিত তার ফ্লাট বাসাতে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত প্রায় ৯ টা পর্যন্ত চলা এই অভিযানে ৪ টি স্বর্ণের বার, ১৭২টি চেইন, ২৯ টি বিভিন্ন সাইজের আংটি, ৮টি বালা এবং ১০ জোড়া কানের দুলসহ নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার ও অর্থ মির্জাপুর বাজার বণিক সমিতি ও জুয়েলারি সমিতির কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।